Health

নিতম্ব এমন হলে ডায়াবেটিস ও হৃদরোগের সম্ভাবনা কমে

প্রায় ৬ লক্ষ জেনেটিক প্রোফাইল পরীক্ষার পর সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকেরা। গবেষণাটি চালান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

Published by
News Desk

যেসব মহিলার নিতম্ব পাতলা হয়, তাঁদের ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। উল্টোদিকে যেসব মহিলার ফ্যাট নিতম্বে জমা হয়। ফলে নিতম্ব স্থূল হয়। তাঁদের মধ্যে ডায়াবেটিস ও হৃদরোগের সম্ভাবনা কম। এমনই দাবি করছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

গবেষকদের দাবি, সাধারণত যেসব মহিলার নিতম্ব পাতলা হয় তাঁদের ক্ষেত্রে শরীরের ফ্যাট জমা হয় কোমর, পেট, যকৃত অথবা অগ্ন্যাশয়ে। যা শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। তার চেয়ে নিতম্বে তা জমা হওয়া তুলনামূলকভাবে অনেক ভাল।

প্রায় ৬ লক্ষ মহিলার জেনেটিক প্রোফাইল পরীক্ষার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকেরা। গবেষকদের মতে, স্থূল নিতম্বের মহিলাদের ক্ষেত্রে ফ্যাট নিতম্বে জমা হয়। অন্যত্র কম হয়। যা তাঁদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়া বা হৃদরোগের আশঙ্কা থেকে দূরে রাখে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts