Health

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষের দোরগোড়ায়

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু মিছিল অব্যাহত। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ছুঁই ছুঁই করছে।

Published by
News Desk

ওয়াশিংটন : বিশ্বজুড়ে এখন ক্রমশ সবকিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে। লকডাউন শিথিল করে অর্থনীতির চাকাকে ঘোরানোর চেষ্টা করছে প্রায় সব সরকার। এর মধ্যেই বিশ্বজুড়ে করোনা তার দাপটে কিন্তু খামতি দেয়নি। বিশ্বে করোনায় মৃত্যু পৌঁছে গেছে ৪ লক্ষের দোরগোড়ায়। মৃতের সংখ্যা ৪ লক্ষ পার করা এখন সময়ের অপেক্ষা। সবচেয়ে শোচনীয় অবস্থায় এখনও রয়েছে আমেরিকা।

বিশ্বে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৬৮ লক্ষ ৮৫ হাজারের ওপর মানুষ। যারমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত শুধু আমেরিকায়। সেখানে ১৯ লক্ষ ৬৭ হাজারের ওপর মানুষ করোনা সংক্রমণের শিকার হয়েছেন। ব্রাজিলে করোনা সংক্রমণের শিকার ৬ লক্ষ ৪৬ হাজার। আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ সাড়ে ১১ হাজার মানুষের। বিশ্বের মোট মৃত্যুর প্রায় ২৮ শতাংশই আমেরিকায় মারা গিয়েছেন।

বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন এখনও পর্যন্ত ৩৩ লক্ষ ৭৫ হাজারের ওপর মানুষ। এই অঙ্কটি কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। প্রায় ৫০ শতাংশের কাছে সুস্থতার হার পৌঁছে গিয়েছে। তবে করোনা প্রশমিত হওয়ার কোনও চিহ্ন এখনও নেই। আমেরিকা, ইউরোপের পাশাপাশি ক্রমশ চিন্তার ভাঁজ পুরু করছে লাতিন আমেরিকা। সেখানে হুহু করে ছড়াচ্ছে সংক্রমণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts