Health

করোনা সংক্রমণে চিনকে টেক্কা দিল ভারত

ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। করোনা সংক্রমণে এবার চিনকেও টপকে গেল ভারতে সংক্রমণের সংখ্যা।

Published by
News Desk

নয়াদিল্লি : চিনেই শুরু হয়েছিল এই ভাইরাসের তাণ্ডব। চিনের পর ক্রমশ সারা বিশ্বে এক এক করে দেশ এই ভাইরাসের ছোবলে কাবু হতে থাকে। ইউরোপ ও আমেরিকায় করোনা ভাইরাসের জেরে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা বিশ্বটা স্তব্ধ হয়ে আছে। করোনার থাবা থেকে রেহাই পায়নি ভারতও। ক্রমশ ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে। গত শুক্রবার সেই সংখ্যা চিনকেও ছাপিয়ে গেল।

চিনের সরকারি ঘোষণামত এখনও পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা ৮২ হাজার ৯৩৩ জন। সেখানে শুক্রবার ভারতে সংক্রমিতের সংখ্যা ৮৬ হাজার ছুঁই ছুঁই করছে। গত শুক্রবার একদিনে ভারতে ৩ হাজার ৫০০ জনের ওপর করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে। এখনও পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৫২ জনের। চিনে অবশ্য করোনায় মৃতের সংখ্যা ভারতের চেয়ে বেশি। চিনের সরকারি হিসাবে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৩ জনের।

চিনের উহান শহর, যেখানে গত ডিসেম্বরে প্রথম করোনা সংক্রমণ হতে শুরু করে। তারপর তা ক্রমে গোটা বিশ্বে ছড়ায়। সেই উহান এখন কার্যত এক সচল স্বাভাবিক শহর। কিন্তু সেখানে ফের নতুন করে কিছু সংক্রমণের হদিশ মিলেছে। তবে তা চিনের সরকারি তথ্য অনুযায়ী ১০০-রও কম। প্রসঙ্গত গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু ৩ লক্ষ পার করেছে। ৪৫ লক্ষের ওপর মানুষ করোনা সংক্রমিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts