Health

প্যানডেমিকে মহিলাদের মিলনের ইচ্ছা বেড়েছে, জানাল গবেষণা

প্যানডেমিকের সময় মহিলাদের মিলনের বিষয়ে নানা দিক নিয়ে গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

Published by
News Desk

করোনা প্যানডেমিকে এখন গোটা বিশ্বটাই কার্যত গৃহবন্দি। অনেক দেশেই লকডাউন কড়া নিয়মের মধ্যে পালিত হচ্ছে। ফলে পুরো পরিবারকে বাড়িতেই কাটাচ্ছে দিনের পর দিন। এই সময়ে মহিলাদের মিলনের ইচ্ছা কতটা বাড়ল বা কমল, সে বিষয় সহ পুরুষ সঙ্গীর সঙ্গে শরীরী খেলায় মেতে ওঠার অন্যান্য দিকগুলির কতটা পরিবর্তন হল তা নিয়ে গবেষণা করেন তুরস্কের এসেনলার মেটারনিটি এন্ড চিলড্রেনস হাসপাতালের গবেষকরা। তাঁদের গবেষণায় একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

গবেষকেরা জানাচ্ছেন, বিভিন্ন বয়সের ৫৮ জন মহিলার ওপর গবেষণা চালিয়ে তাঁরা দেখেছেন যে প্যানডেমিক চলাকালীন মহিলাদের মধ্যে মিলনের ইচ্ছা অনেকটাই বেড়েছে। তাঁরা অন্য সময়ের চেয়ে বেশিবার পুরুষ সঙ্গীর সঙ্গে মিলনে উৎসাহ পাচ্ছেন। যেখানে তাঁরা প্যানডেমিকের আগে গত ১ বছরের সাপ্তাহিক সর্বাধিক ১.৯ বার মিলনে উৎসাহ দেখাতেন, সেখানে তা এখন সপ্তাহে গড়ে গিয়ে দাঁড়িয়েছে ২.৪ বার।

এটা তো গেল সঙ্গমে ইচ্ছার দিক। এক্ষেত্রে মহিলাদের ইচ্ছা বেড়েছে বলে জানানোর পাশাপাশি গবেষকরা জানাচ্ছেন, প্যানডেমিকে অন্য কিছু পরিবর্তনও মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে। যেমন প্যানডেমিকের আগে মিলনের সময় ৩২.৭ শতাংশ মহিলা সন্তানসম্ভবা হতে চাইতেন। কিন্তু সেই ইচ্ছা প্যানডেমিকে উল্লেখযোগ্যভাবে কমেছে। প্যানডেমিকে মিলনের ইচ্ছা বাড়লেও সন্তানসম্ভবা হওয়ার ইচ্ছা অনেকটাই কমেছে মহিলাদের মধ্যে। যা নেমে দাঁড়িয়েছে ৫.১ শতাংশে।

প্যানডেমিকের সময় ঋতুস্রাবের সময়েও যথেষ্ট গড়বড় দেখা দিচ্ছে। ঋতুস্রাবের এই সময়ের গড়বড় প্যানডেমিকের আগে যেখানে ছিল ১২.১ শতাংশ সেখানে তা প্যানডেমিকের সময় বেড়ে দাঁড়িয়েছে ২৭.৬ শতাংশ। গবেষকরা জানাচ্ছেন, প্যানডেমিকে মহিলাদের মধ্যে মিলনের ইচ্ছা যেমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে তেমনই কমেছে কাম জীবনের মান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Lockdown

Recent Posts