Health

করোনা সারাতে গঙ্গাজল পরীক্ষার অনুরোধ করে চিঠি দিল এনএমসিজি

করোনা সারাতে গঙ্গাজল কী কোনওভাবে কাজে আসতে পারে? এটা একটু পরীক্ষা করে দেখার অনুরোধ জানিয়ে আইসিএমআর-কে চিঠি দিল জল শক্তি মন্ত্রকের অধীন সংস্থা এনএমসিজি।

Published by
News Desk

এবার খোদ কেন্দ্রীয় মন্ত্রকের একটি শাখা সংগঠন থেকে চিঠি গেল আইসিএমআর-এর কাছে। গঙ্গাজল করোনা সারাতে কাজে আসবে কিনা তা জানতে চেয়েছে সংস্থা। এটি পরীক্ষা করে দেখতে অনুরোধ করেছে তারা। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের অধীন সংস্থা ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা বা এনএমসিজি একটি চিঠি পাঠিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ-এর কাছে। ট্রায়াল করে গঙ্গাজল পরীক্ষা করতে বলা হয়েছে চিঠিতে। পুরো বিষয়টি সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এনএমসিজি-র এক আধিকারিক।

প্রাক্তন সেনাকর্মীদের সংস্থা অতুল্য গঙ্গা এর আগে এনএমসিজি-র কাছে আবেদন করেছিল পবিত্র গঙ্গাজল করোনা সারাতে কাজে আসে কিনা তা একবার যেন ট্রায়াল করে দেখা হয়। এনএমসিজি-কে দেওয়া চিঠিতে তারা জানিয়েছিল গঙ্গা পাহাড় থেকে নেমে আসার সময় তাতে অনেক ধরণের ব্যাকটেরিওফাজ-এর অস্তিত্ব থাকে। বিজ্ঞানীরা এই ব্যাকটেরিওফাজ-এর অস্তিত্বের খোঁজ আগেই গঙ্গাজলে পেয়েছেন। এই ব্যাকটেরিওফাজ মূলত এক ধরণের ভাইরাস। যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন নিনজা ভাইরাস।

অতুল্য গঙ্গা-র তরফে অবসরপ্রাপ্ত মেজর মনোজ কেশওয়ার জানিয়েছেন, বিজ্ঞানীরাই এই ব্যাকটেরিওফাজ-এর খোঁজ পেয়েছেন। দেখা গেছে এটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে দারুণ কাজ করে। তিনি জানান, এটা ভাগ্যের বিষয় যে এই দেশের মানুষ গঙ্গার মত একটি পবিত্র নদী পেয়েছেন। তিনি এটাও জানান যে করোনার বিরুদ্ধে গঙ্গাজল কোনওভাবে কাজে আসতে পারে কিনা তা সরকার তাঁদের আবেদন মেনে খতিয়ে দেখছে এতে তাঁরা অত্যন্ত খুশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts