Health

পুরুষ-মহিলাদের মধ্যে কারা বেশিদিন বাঁচেন, জানাল গবেষণা

এতদিন বিজ্ঞানীরা এই রহস্যের কিনারা করতে পারছিলেন না। অবশেষে সেই রহস্যের কিনারা করলেন তাঁরা। কেন এমন হয় তার ব্যাখ্যাও খুঁজে পেয়েছেন তাঁরা।

Published by
News Desk

সারা পৃথিবীতেই দেখা গেছে সাধারণভাবে পুরুষদের চেয়ে মহিলাদের আয়ু বেশি হয়। পুরুষদের তুলনায় তাঁরা বেশিদিন বাঁচেন। এতদিন বিজ্ঞানীরা এর সঠিক কারণ জেনে উঠতে পারছিলেন না। অবশেষে সেই রহস্যের কিনারা করলেন তাঁরা।

সানফ্রানসিসকোর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকেরা ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মহিলাদের বেশিদিন বাঁচার রহস্য লুকিয়ে আছে তাঁদের দেহে থাকা একটি অতিরিক্ত এক্স ক্রোমোজোমে।

মহিলাদের শরীরে এক্স-এক্স ক্রোমোজোম থাকে। পুরুষদের শরীরে এক্স-ওয়াই ক্রোমোজোম থাকে। গবেষণায় দেখা গেছে ওয়াই ক্রোমোজোমটি খুব কম জিন বহন করে। যারমধ্যে থাকে পুরুষাঙ্গ তৈরি হওয়া বা পুরুষদের মুখের দাড়ি গোঁফ গজানোর মত কিছু চরিত্র। কিন্তু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় গুণ তাতে থাকেনা।

অন্যদিকে মহিলাদের দেহে ২টি ক্রোমোজোমই এক্স। আর এক্স ক্রোমোজোম এমন অনেক জিন বহন করে যা মস্তিষ্কের জন্য প্রয়োজনীয়। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়।

অন্যদিকে পুরুষদের দেহে ১টি এক্স ক্রোমোজোমের উপস্থিতি রয়েছে। আর সেখানেই লুকিয়ে আছে মহিলাদের তুলনায় পুরুষদের কম বাঁচার রহস্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Healthcare

Recent Posts