লব আগরওয়াল, ছবি - আইএএনএস
করোনায় বয়স্কদের মৃতের হার সবচেয়ে বেশি। তাও সেই বয়স্ক মানুষজন যাঁরা কোনও দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন। ভারতে করোনায় সাধারণভাবে মৃত্যুর হার ৩.৩ শতাংশ। করোনা প্রভাব বিস্তার করার পর থেকে দেখা গিয়েছে দেশে সবচেয়ে বেশি যেসব মানুষের মৃত্যু হয়েছে তাঁদের বয়স ৬০ বছরের ওপর। এবার স্বাস্থ্যমন্ত্রকও সেই রিপোর্টই দিল।
স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল শনিবার জানিয়েছেন, দেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে তাঁদের যাঁদের ৬০ বছরের ওপর বয়স। বয়সের একটি সময়সীমা ধরে ধরে মৃত্যুর হার সামনে এনেছে স্বাস্থ্যমন্ত্রক।
স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, ভারতে যত মানুষের করোনায় মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ৭৫.৩ শতাংশেরই বয়স ৬০ বছরের ওপর। এর মধ্যে ৬০ থেকে ৭৫ বছরের মধ্যে যাঁদের বয়স তাঁদের করোনায় মৃত্যুর হার ৩৩.১ শতাংশ। আর ৭৫ বছরের ওপর যাঁদের বয়স তাঁদের মধ্যে করোনায় মৃত্যুর হার ৪২.২ শতাংশ। এছাড়া ০ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে করোনায় মৃত্যুর হার ১৪.৪ শতাংশ। ৪৫ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে করোনায় মৃত্যুর হার ১০.৩ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, ভারতে করোনায় মৃত্যুর হার ৩.৩ শতাংশ। এঁদের মধ্যে আবার ৮৩ শতাংশেরই অন্য কোনও রোগ আগে থেকেই ছিল। ভারতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক মানুষের করোনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। সেখানে করোনা সংক্রমিতের সংখ্যাও সর্বাধিক।
এছাড়া দিল্লি, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুতেও যথেষ্ট সংখ্যক করোনা সংক্রমিত রয়েছেন। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পঞ্জাব, জম্মু কাশ্মীরের পরিস্থিতিও উদ্বেগজনক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…
তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…
২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…