Health

ভারতে করোনা রুখতে ৪৯ দিনের লকডাউনের দাওয়াই দিলেন ২ গবেষক

Published by
News Desk

ভারতে যদি কোভিড-১৯-এর পুনরুত্থান রুখতে হয় তাহলে টানা ৪৯ দিনের নিরবচ্ছিন্ন লকডাউনের দরকার। তা না করলে মাঝে মাঝে সামান্য ছাড় দিয়ে টানা ২ মাস লকডাউনে রাখতে হবে। তবেই ভারতকে কোভিডমুক্ত করা সম্ভব। এমনই একটি থিওরি সামনে আনলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ম্যাথামেটিক্স এন্ড থিওরেটিকাল ফিজিক্স বিভাগের ২ গবেষক রণজয় অধিকারী ও রাজেশ সিং।

২ গবেষক তাঁদের প্রকাশিত একটি পেপারে গাণিতিকভাবে তাঁদের দাবির স্বপক্ষে যুক্তি দিয়েছেন। সেখানে ভারতের সব দিক দেখে যুক্তি সাজিয়েছেন তাঁরা। তাঁদের আরও দাবি, সরকার এখন যে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে সেক্ষেত্রে কোভিড ফের ফিরে আসতে পারে। ২ গবেষক তাঁদের গবেষণায় ভারতবাসীর বয়স ও সামাজিক সম্পর্ককে মাথায় রেখে কাজ করেছেন।

২ গবেষকই মনে করছেন যেহেতু এখন কোভিড-১৯-কে রুখতে কোনও টিকা হাতে আসেনি, তাই এখন একমাত্র কার্যকরী উপায় হল সামাজিক দূরত্ব বজায় রাখা। সেইসঙ্গে প্রচুর মাত্রায় কোভিড-১৯ পরীক্ষায় গুরুত্ব দেন তাঁরা। তাতে যে ডেটা পাওয়া যাবে তাতে আরও সুবিধা হবে সবটা বুঝতে বলে মনে করছেন রণজয় ও রাজেশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts