Health

লকডাউনের মধ্যেই চড়ছে পারদ, আশার আলো দেখছেন বিজ্ঞানীরা

Published by
News Desk

ভারতে করোনা ঠেকাতে চলছে ২১ দিনের লকডাউন। মানুষ এখন বাড়িতে বন্দি। স্বদিচ্ছায় বন্দি। লক্ষ্য একটাই, ভাঙতে হবে করোনা চেন। সেই লড়াই তো চলছেই। তারমধ্যেই ভারতের বিশিষ্ট মাইক্রোবায়োলজিস্টরা দাবি করলেন লকডাউনের মধ্যেই ভারতের বিভিন্ন অংশে পারদ ক্রমশ চড়ছে। এপ্রিল থেকেই ভারত জুড়ে শুরু হবে গ্রীষ্ম কাল। আর সেটাই সহায়ক হবে কোভিড-১৯-এর প্রকোপ স্তিমিত করতে। বিখ্যাত মাইক্রোবায়োলজিস্ট জেএস ভিরডি আশা প্রকাশ করে জানিয়েছেন তাঁরা খুব আশা করছেন যে এপ্রিলেই করোনার প্রকোপ ধাক্কা খাবে।

তাঁর মতে, বিভিন্ন গবেষণা বলছে করোনা ভাইরাস ঠান্ডায় ভাল থাকে। তার প্রকোপ বাড়ে। করোনা সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে ডিসেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে। অনেক ভাইরোলজিস্টও দাবি করছেন এ বছর জুনের মধ্যেই কোভিড-১৯ দুর্বল হয়ে পড়বে। অধ্যাপক প্রত্যুষ শুক্লা সংবাদ সংস্থা আইএএনএস-এর সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, অনেক বিজ্ঞানীই এই জুন থিওরির কথা বলছেন। যা অবশ্যই তাপমাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত।

অধ্যাপক শুক্লা জানিয়েছেন তিনি কয়েকজন পরিচিত চিনা বিশেষজ্ঞের সঙ্গেও কথা বলেছেন। তাঁরাও তাঁকে জানিয়েছেন, কোভিড-১৯ করোনা ভাইরাস চরম গরম সহ্য করতে পারেনা। তিনি আরও জানিয়েছেন, সার্স বা ফ্লুয়ের মত ভাইরাসগুলিও সবচেয়ে ক্ষমতাশালী হয়ে ওঠে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কারণ ওই সময় খুব গরম থাকেনা। এর পরবর্তী সময়ে এসব ভাইরাস ছড়িয়ে পড়তে পারেনা। যার একটা বড় কারণ উষ্ণতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts