World

রাতারাতি গোলাপি হয়ে গেল পুকুরের জল

এ যেন ভোজবাজি। সাধারণ একটা পুকুরের জল হঠাৎ গোলাপি হয়ে গেল। কেন রাতারাতি বদলে গেল পুকুরের জলের রং তা অবশ্য জানতে পারা গেছে।

Published by
News Desk

২ সপ্তাহ আগেও যাঁরা পুকুরটার পাশ দিয়ে গেছেন তাঁরা জানেন সেটি আর পাঁচটা পুকুরের মতই ছিল। যেমন পুকুরের জলের রং হয় তেমনই ছিল। কিন্তু ২ সপ্তাহের মধ্যে যেন ভোজবাজির মত বদলে গেছে পুকুরের জলের রং। তা দ্রুত রং বদলে গাঢ় গোলাপি হয়ে গেছে।

অনেকে একে বার্বি পিঙ্কও বলছেন। আবার অনেকে মনে করছেন গোলাপির সঙ্গে বেগুনি রং মেশালে যেমন রং হয় তেমনটা হয়ে গেছে পুকুরের জল।

ফলে যে পুকুরের দিকে ঘুরেও তাকাতেন না কেউ, সেই পুকুর এখন অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে আশপাশের মানুষের। এমনকি পর্যটকরাও পুকুরের জলের এমন রং বদল দেখতে হাজির হচ্ছেন পুকুরের ধারে।

হাওয়াই দ্বীপপুঞ্জের মাউই নামে জায়গায় অবস্থিত কিলিয়া নামে এই পুকুরটি। এই পুকুরের জলের রংই বদলে গিয়েছে রাতারাতি। বিশেষজ্ঞেরা সব দেখে আপাতত একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, পুকুরের জলের রং বদলের কারণ হালফিলের খরা পরিস্থিতি।

দীর্ঘদিন বৃষ্টি নেই। ফলে পুকুরের জলে নুনের ভাগ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির জল পড়লে নুনের ভাগ বৃষ্টির জলের সঙ্গে মিশে বাড়তে পারেনা। কিন্তু বৃষ্টি না হওয়ায় ক্রমে এই নোনতা ভাব বেড়ে গেছে। যা জলে থাকা হ্যালোব্যাকটেরিয়া বাড়িয়ে দিয়েছে।

এই হ্যালোব্যাকটেরিয়ার প্রভাবেই এই গোলাপি রং। আপাতত এটা পরিস্কার নয় যে এই জল গোলাপি হওয়ার সঙ্গে সঙ্গে বিষাক্তও হয়েছে কিনা। তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

Share
Published by
News Desk
Tags: Hawaii

Recent Posts