Entertainment

সোশ্যাল মিডিয়ায় মডেলিংয়ের ভিডিও প্রকাশ করলেন হাসিন জাহান

Published by
News Desk

মহম্মদ সামি এপিসোড ভুলে তিনি যে ফের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তার প্রমাণ দিলেন হাসিন জাহান। গত শনিবার ট্যুইটারে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাঁকে মডেলিং করতে দেখা গেছে। সামিপত্নী সেই ভিডিও পোস্ট করে জানিয়েছেন এটা তিনিই। এক সুন্দরী মডেলের ভূমিকায় হাসিনকে একেবারেই অন্যরকম লেগেছে।

তাঁর স্বামী ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা বোলার মহম্মদ সামির সঙ্গে একাধিক মহিলার অবৈধ সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে এনে খবরের শিরোনামে উঠে এসেছিলেন হাসিন জাহান। এ নিয়ে তাঁদের মধ্যে আইনি লড়াইও শুরু হয়। এখনও দুজনের তিক্ত সম্পর্কের কোনও উন্নতি হয়নি। এখন দুজনেই আলাদা থাকেন। এই সময়ে তিনি যে ফের নিজের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তা হাসিন জাহানের মডেলিংয়ের ভিডিও থেকেই স্পষ্ট।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk