National

মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহানকে গ্রেফতার করল পুলিশ

Published by
News Desk

ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহানকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য জামিন পান তিনি। মহম্মদ সামির উত্তরপ্রদেশের বাড়িতে গিয়ে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গত রবিবার মহম্মদ সামির উত্তরপ্রদেশের আমরোহার সাহসপুর আলি নগর গ্রামের বাড়িতে হাজির হন হাসিন জাহান। তিনি ওই বাড়িতে হাজির হতেই সামির বাবা-মায়ের সঙ্গে তাঁর ঝগড়া বাঁধে। শ্বশুর-শাশুড়ি তাঁকে বাড়ি ছেড়ে চলে যেতে বলায় তিনি আরও বেশি ঝামেলায় জড়ান বলে অভিযোগ।

শ্বশুরবাড়ির সঙ্গে প্রবল ঝগড়া চলাকালীন একসময়ে ওই বাড়িরই একটি ঘরে সন্তানকে সঙ্গে করে ঢুকে পড়েন তিনি। তারপর সেই ঘর ভিতর থেকে বন্ধ করে দেন। এই অশান্তির মধ্যেই তাঁদের বাড়িতে চড়াও হয়ে ঝামেলা পাকানোর অভিযোগ করে পুলিশে খবর দেন সামির বাবা-মা। পুলিশ রাতেই হাজির হয়। অশান্তি পাকানোর অভিযোগে হাসিন জাহানকে গ্রেফতার করা হয়। নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।

পরে হাসিন জাহান দাবি করেন, তাঁর স্বামীর বাড়িতে থাকার তাঁর সবরকম অধিকার আছে। কিন্তু তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ওই বাড়িতে থাকতে দিচ্ছেন না। তাঁরা খারাপ ব্যবহার করছেন। আবার তাঁরাই পুলিশে খবর দেন। হাসিনের দাবি, পুলিশের উচিত ছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে গ্রেফতার করা। কিন্তু সে জায়গায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। আপাতত আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছেন মহম্মদ সামি। ভারতীয় বিশ্বকাপ দলে তাঁর নাম থাকায় কিছুদিন পরেই তিনি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে উড়ে যাবেন ইংল্যান্ডে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk