Categories: National

হরিয়ানায় ফের বাসে বিস্ফোরণ

Published by
News Desk

চলন্ত বাসে বিস্ফোরণে গুরুতর আহত হলেন ১৭ জন। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফতেহাবাদে। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ বাসটির পিছনের দিকে বিস্ফোরণ হয়। যাত্রীদের দাবি, বাসের পিছনের দিকে একটি কালো ব্যাগে বিস্ফোরক রাখা ছিল। সেখান থেকেই বিস্ফোরণটি হয়। তখন বাসটি গতিতেই ছুটছিল। বাসের পিছনে বসা যাত্রীরাই বেশি আহত হয়েছেন। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এদিকে ঘটনার পরই সেখানে পুলিশ ও বম্ব স্কোয়াড হাজির হয়। প্রাথমিক পরীক্ষার পর তাঁদের ধারণা বিস্ফোরকে সালফার ছিল। যা আতসবাজি তৈরির অন্যতম একটি উপাদান। এই নিয়ে চলতি বছরে হরিয়ানায় ৪টি বিস্ফোরণের ঘটনা ঘটল। গত মাসে কুরুক্ষেত্রেও একটি যাত্রী বোঝাই বাসে বিস্ফোরণে ৮ জন আহত হয়েছিলেন। সেই ঘটনার তদন্ত চালাচ্ছে এনআইএ।

Share
Published by
News Desk