Sports

এক ওভারে ২৬ রান, রেকর্ড গড়লেন হার্দিক

Published by
News Desk

এদিন মালিন্দা পুষ্পকুমারের এক ওভারে ২৬ রান করেন হার্দিক। প্রথম ২টি বলে চার হাঁকানোর পর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা হাঁকান তিনি। শেষ বলটাতেও চার বা ছয় মারতে পারলে ব্রায়ান লারা (২৮), ট্রেভর বেইলি (২৮) ও শাহিদ আফ্রিদির (২৭) রানের রেকর্ড টপকে নয়া নজির গড়তে পারতেন তিনি। কিন্তু শেষ বলে কোনও রান পাননি ভারতের এই তরুণ রান মেশিন। তবে ভারতের টেস্ট ইতিহাসে তিনিই এদিন রেকর্ডের অধিকারী হলেন।

এক ওভারে সবচেয়ে বেশি রান করার রেকর্ড। এর আগে কপিল দেব ও সন্দীপ পাটিল, দুজনেই এক ওভারে ২৪ রান করে তুলেছিলেন। সেটাই ছিল ভারতের কোনও ব্যাটসম্যানের এক ওভারে সর্বাধিক রান করার রেকর্ড। সেই রেকর্ড ভেঙে এদিন নয়া বেঞ্চমার্ক তৈরি করলেন হার্দিক পাণ্ডিয়া।

Share
Published by
News Desk