Sports

এলিকে ছেড়ে এবার উর্বশীকে মনে ধরল হার্দিক পাণ্ডিয়ার?

Published by
News Desk

বলিউডের অভিনেত্রী আর ভারতীয় ক্রিকেট তারকাদের মধ্যে গড়ে ওঠা ঘনিষ্ঠতা আজকে নতুন নয়। মনসুর আলি খান পতৌদি-শর্মিলা ঠাকুর, মহম্মদ আজহারউদ্দিন-সঙ্গীতা বিজলানির জমাটি রসায়নের কথাই ধরুন। কিংবা হালের বহুচর্চিত জুটি বিরুষ্কা, যুবরাজ-হেজেল বা জাহির খান-সাগরিকা ঘাটগেকেই দেখুন!

প্রেম থেকে বিয়ের মণ্ডপ অবধি গড়াতে খুব বেশি সময় নেয়নি বলি তারকা ও ক্রিকেট মহারথীর রাজযোটক। সেই একই পথের কি তবে পথিক হতে চলেছেন হার্দিক পাণ্ডিয়া! মন খুঁতখুঁতে প্রশ্নটা উঠে এল সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হার্দিকের ১টি ছবির সৌজন্যে।

সম্প্রতি ভারতীয় ক্রিকেটের অলরাউন্ডারকে দেখা গেছে ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’, ‘হেট স্টোরি ৪’-এর নায়িকা উর্বশী রাউতেলার সঙ্গে! পার্টিতে হার্দিকের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবিও তুলেছেন তিনি। আগামী আইপিএল ম্যাচের জন্য মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম স্তম্ভকে শুভেচ্ছাও জানিয়েছেন উর্বশী।

পার্টিতে আমন্ত্রিত অতিথিদের অবশ্য নজরে পড়েছে অন্য বিষয়! কথা বলার ফাঁকে ফাঁকে হার্দিক আর উর্বশীর একে অপরের সঙ্গে ফ্লার্ট করার প্রবণতা নাকি নজর এড়ায়নি কারোরই। এতেই দুয়ে দুয়ে চার করতে শুরু করে দিয়েছেন কৌতূহলীরা।

তবে কি হার্দিকের সঙ্গে ধীরে ধীরে দূরত্ব বাড়ছে ‘ভিকি ভাইরাস’-এর নায়িকা এলি আব্রাহামের। অথচ গত বছর ডিসেম্বরে ভাই ক্রুণাল পাণ্ডিয়ার বিয়েতে হার্দিকের পাশে দেখা মিলেছিল সুইডিশ মডেল অভিনেত্রীর। এমনকি যেখানে হার্দিক সেখানে এলি, যেখানে এলি সেখানে হার্দিক, এমনটাই ঘটে চলছিল। হার্দিক বা এলি তাঁদের সম্পর্কের ব্যাপারে মুখ না খুললেও অন্য একরকম বন্ধুত্বের গন্ধ তো পাচ্ছিলেন সকলেই।

এর মাঝেই এখন পরিবারের সঙ্গে দেখা করতে সুইডেন গেছেন এলি। সেই সুযোগে কি উর্বশীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন দেশের সাড়া জাগানো তরুণ ক্রিকেটার হার্দিক? ঘনিষ্ঠ বন্ধু হার্দিকের সঙ্গে তবে কি মনের দূরত্ব বাড়ছে এলির? সময় এই প্রশ্নের কি উত্তর দেয় দেখা যাক। ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম

Share
Published by
News Desk

Recent Posts