Categories: Sports

প্রয়াত ‘লিটল মাস্টার’ হানিফ মহম্মদ

Published by
News Desk

চলে গেলেন পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম প্রবাদপুরুষ হানিফ মহম্মদ। করাচির একটি হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। বেশ কিছুদিন ধরেই ক্যানসারে আক্রান্ত হানিফ শয্যাশায়ী ছিলেন। গত সপ্তাহে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই এদিন তাঁর মৃত্যু হয়। এর আগেও একবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু সেবার ক্যানসারকে স্ট্রেট ব্যাটে খেলে সুস্থ হয়ে ওঠেন তিনি। দ্বিতীয়বারে আর শেষ রক্ষা হল না। তাঁর মৃত্যুতে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৩৪ সালে গুজরাটের জুনাগড়ে জন্ম হানিফের। ১৯৫২ থেকে ১৯৬৯ সালের মধ্যে পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট ম্যাচ খেলেন তিনি। ১২টি সেঞ্চুরি রয়েছে তাঁর কেরিয়ারে। দুরন্ত ব্যাটিং প্রতিভার জন্য ক্রিকেট ইতিহাসের সেরাদের তালিকায় চিরকাল বেঁচে থাকবেন পাকিস্তানের এই ক্রিকেট প্রতিভা।

Share
Published by
News Desk