Entertainment

মুম্বই মুগ্ধ হ্যাল বেরি

Published by
News Desk

জেমস বন্ডের ‘ডাই অ্যানাদার ডে’-র কথা মনে আছে? যদি মনে থাকে তবে হ্যাল বেরিকেও নিশ্চয় মনে থাকবে। সমুদ্র স্নান করে উঠে আসা সেই লাস্যময়ী এখন ৫১-বছরের কৃষ্ণকলি। সম্প্রতি মুম্বই শহরে ঘুরতে এসে মোহিত হয়ে গিয়েছিলেন। একের পর এক ছবি ক্যামেরাবন্দি করে সেই ছবিগুলি নিজের ইন্সটাগ্রামে পোস্টও করেন তিনি।

মুম্বইয়ের রাস্তাঘাট, জনজীবন থেকে শুরু করে সূর্য ওঠা, সূর্য ডোবার সমস্ত ছবি তুলে তা শেয়ার করেছেন সবার সঙ্গে। ভারতের প্রতি হ্যাল বেরির টান নতুন নয়। ভারত-কে তিনি এতটাই ভালবাসেন যে তাঁর কন্যার নাম রাখেন ‘ইন্ডিয়া’।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk