Categories: National

হাজি আলি দরগায় মহিলাদের প্রবেশাধিকারে সবুজ সংকেত

Published by
News Desk

মুম্বইয়ের হাজি আলি দরগায় মহিলাদেরও প্রবেশাধিকার দিতে তাঁদের আপত্তি নেই। তবে এই সুযোগ দিতে যে পরিকাঠামো প্রয়োজন তা তৈরি করতে তাঁদের ৪ সপ্তাহ সময় লাগবে। এদিন দরগার ট্রাস্টের তরফে সুপ্রিম কোর্টে একথা জানানোর পর তা মেনে নেয় শীর্ষ আদালত।

বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি টি এস ঠাকুর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এদিন ট্রাস্টকে জানায়, যদি পুরুষ এবং মহিলাদের দরগার কোনও একটি স্থানে যেতে তাঁরা বাধা দিতেন তবে ঠিক ছিল, কিন্তু একদল ঢুকতে পারবেন অন্যরা ঢুকতে পারবেন না, এটা সাম্যের বিরোধী। এর আগে বম্বে হাইকোর্ট মেয়েদের হাজি আলি দরগায় প্রবেশাধিকারে সম্মতি দিয়ে রায় দিলেও সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় হাজি আলি ট্রাস্ট।

Share
Published by
News Desk