World

প্রবল কম্পন, মাত্রা ৫.৯, মৃত্যু বাড়ছে

Published by
News Desk

ইন্দোনেশিয়ার ভূমিকম্পের ভয়ংকর স্মৃতি এখনও তাজা। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১ হাজার ৬০০ ছাড়িয়েছে। এরমধ্যেই স্থানীয় সময় শনিবার রাত ৮টা ১০ মিনিটে প্রবল কম্পনে কেঁপে উঠল ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতি। কম্পনের মাত্রা ছিল ৫.৯। হাইতির উত্তর-পশ্চিম উপকূলে কম্পনের প্রভাব ছিল সর্বাধিক। পোর্ট দে পিক্স শহর থেকে ১৯ কিলোমিটার দূরে জলের ১১ দশমিক ৭ কিলোমিটার নিচে ছিল কম্পনের কেন্দ্রস্থল।

প্রাথমিক রিপোর্টে ১১ জনের মৃত্যুর খবর জানিয়েছে হাইতি প্রশাসন। তবে যা পরিস্থিতি তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হাইতির প্রেসিডেন্ট ট্যুইট করে দেশের মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। উদ্ধার কাজ শুরু হয়েছে। কিন্তু এখনও আফটার শকের আতঙ্কে ভুগছেন হাইতিবাসী। অনেক বাড়ির ক্ষতি হয়েছে। জমিতে ফাটল ধরেছে।

২০১০ সালে হাইতি এক ভয়ংকর ভূমিকম্পের কবলে পড়ে। সেই কম্পনের যে ধ্বংসলীলা হয় তাতে ২ লক্ষ মানুষের মৃত্যু হয়। আহত হন ৩ লক্ষের ওপর মানুষ। এদিনের ভূমিকম্পের পর সেই আতঙ্ক পিছু তাড়া করছে হাইতিবাসীকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk