World

এইচ-ওয়ানবি ভিসা বিলে মাইনে বাড়ানোর প্রস্তাব, পড়ল ভারতীয় শেয়ার

Published by
News Desk

মার্কিন সংসদে পেশ হল এইচ-ওয়ানবি ভিসা বিল। যেখানে প্রস্তাব করা হয়েছে এই ভিসা ধারকদের মাইনে দ্বিগুণ করতে হবে। কমপক্ষে মাইনে ১ লক্ষ ৩০ হাজার ডলার করার প্রস্তাব দেওয়া হয়েছে বিলে। যার জেরে বড়সড় ধাক্কা খেয়েছে ভারতীয় শেয়ার বাজার। একধাক্কায় পড়েছে দেশীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শেয়ার দর। প্রস্তাব গৃহীত হলে ভারতীয় সংস্থাগুলির সমস্যা হতে পারে, এই আশঙ্কায় এদিন শেয়ার দর পড়ে যায়। টিসিএস, ইনফোসিস, উইপ্রো, টেক মহিন্দ্রা, এইচসিএল টেকনোলজিস সহ বিভিন্ন সংস্থার শেয়ার পড়ে গেছে। তথ্যপ্রযুক্তি শেয়ার দর এদিন সার্বিকভাবে পড়েছে ৯ শতাংশ।

 

Share
Published by
News Desk