National

১ লক্ষ খেলনা, খেলার জিনিসে সাজল মন্দির, পালিত হল গুরু পূর্ণিমা

এ মন্দিরে প্রতিবছরই গুরু পূর্ণিমা ধুমধাম করে পালিত হয়। এ বছর পালিত হল ১ লক্ষ খেলনা ও খেলার জিনিসের সাজে। যা নজর কেড়েছে সকলের।

Published by
News Desk

গুরু পূর্ণিমা সারা দেশেই ধুমধাম করে পালিত হল বুধবার। বহু ভক্ত তাঁদের দীক্ষা গুরুকে সম্মান শ্রদ্ধা জানাতে বিভিন্ন মঠ ও মন্দিরে উপস্থিত হন। গুরু পূর্ণিমা উপলক্ষে মঠ বা মন্দির এদিন অপরূপ সাজে সেজে ওঠে। যাতে অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার হয় নানা ফুল।

তবে দেশের একটি মন্দিরে কিন্তু এই গুরু পূর্ণিমা উৎসব পালিত হল একদম অন্য সাজে। এ মন্দিরে ভক্তরা এদিন উপস্থিত হয়ে দেখেন চারিদিক সেজে উঠেছে নানা ধরনের খেলনায়। রয়েছে নানা ধরনের খেলার সরঞ্জামও।

মন্দির চত্বর সেজে উঠেছে কাচের গুলি, লাট্টু, গুলতি বা ডাংগুলির মত বহু প্রাচীন খেলার সরঞ্জামে। এছাড়া ছিল প্রচুর ধরনের খেলনা।

আবার মন্দির সজ্জায় কাজে লাগানো হয়েছিল ক্রিকেট, টেনিস বা হকির মত নানা খেলার সরঞ্জামেও। কেন এমন আজব সাজ? তাও আবার গুরু পূর্ণিমায়?

বেঙ্গালুরুর জেপি নগর এলাকার বিখ্যাত শ্রী সত্য গণপতি শিরডি সাই মন্দিরের ট্রাস্টি রাম মোহন রাই জানান, এমন সাজসজ্জার পিছনে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণা। খেলাধুলো করলে শরীর যেমন ঠিক থাকে তেমনই মানসিক ক্ষমতার বৃদ্ধি হয়। সেজন্য প্রধানমন্ত্রী দেশে খেলাধুলোর প্রতি উৎসাহ বাড়াতে খেলো প্রকল্প নিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই খেলো প্রকল্পকে সামনে রেখেই এবার গুরু পূর্ণিমায় মন্দির সাজানো হয়েছে খেলার সরঞ্জামে।

মন্দিরের তরফে এও জানানো হয়েছে যাঁরা এগুলি কেনার ক্ষমতা ধরে না, তাদের মধ্যে এগুলি গুরু পূর্ণিমার পর বিলিয়ে দেওয়া হবে।

তবে তার আগে বেশ কয়েকদিন এই সজ্জা সকলের দেখার জন্য রাখা থাকবে। গতবছর ৩ লক্ষ ট্যাবলেট দিয়ে গুরু পূর্ণিমায় এই মন্দির সেজে উঠেছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk