অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে উপদেশ দিচ্ছেন শ্রীকৃষ্ণ - ছবি - সৌজন্যে – উইকিমিডিয়া কমনস
কুরুরাজ দুরাত্মা দুর্যোধনের নির্দেশে বারো বছর বনবাস ও এক বছর অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পঞ্চপাণ্ডব। অজ্ঞাতবাসের বছর প্রায় পরিপূর্ণ হওয়ার পথে।
অজ্ঞাতবাসের নিয়ম ছিল সেই সময়কালে তাঁদের কেউ চিনতে পারবেনা। চিনলেই বিপদ। তাই পাণ্ডবরা বিরাট রাজ্যে নিজেদের পরিচয় গোপন করে দিন কাটাচ্ছিলেন। কিন্তু এভাবে কাটাতে কাটাতে ক্লান্ত পাণ্ডবরা আত্মপ্রকাশের জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন।
পঞ্চপাণ্ডবের মধ্যে সহদেব ছিলেন গণিতজ্ঞ। তিনি জানালেন, গুরু পূর্ণিমার দিনেই শেষ হচ্ছে অজ্ঞাতবাসের সময়কাল। এখন কি করবেন তাঁরা? গুরুর উপদেশ প্রয়োজন। পরমগুরু শ্রীকৃষ্ণের নির্দেশে তাঁরা আত্মপ্রকাশ করেছিলেন আষাঢ় মাসের পরম পবিত্র পূর্ণিমা তিথিতে।