Mythology

দেবর্ষি নারদের পরামর্শ, গুরু পূর্ণিমার দিন এই কাজটি করা ভুল

মহাভারতে ঋষি বৈশম্পায়নকে দেবর্ষি নারদ পুজোর বিষয়ে একসময় পরামর্শ দিয়েছিলেন। দেবর্ষি উপদেশ দিয়েছিলেন গুরু পূর্ণিমায় পুজোর বিষয়ে।

Published by
Sibsankar Bharati

গুরু পূর্ণিমা ও ব্যাস পূর্ণিমা উভয় উপলক্ষে কৃত্য একেবারেই ভিন্ন ভিন্ন। গুরু পূর্ণিমাতে পুজো করতে হয় দীক্ষাগুরু তথা আদিগুরুর, ব্যাস পূর্ণিমাতে পুজো করতে হয় কথাবাচকে ব্যাসদেবের – কৃত্য বিষয়ে এই প্রভেদ।

মহাভারতে দেবর্ষি নারদ পুজোর বিষয়ে একসময় পরামর্শ দিয়ে বলেছিলেন ঋষি বৈশম্পায়নকে – হে বৈশম্পায়ন! তুমি এইভাবে সেই ব্যাসপুজো করবে এবং তারপরে ব্যাসরূপী কথাবাচয়িতাকে নমস্কার করবে।

একলব্যের গুরুদক্ষিণা গুরু দ্রোণকে – ছবি – সৌজন্যে – উইকিপিডিয়া

এখানে আষাঢ়ী বা ব্যাস পূর্ণিমাতে দেবর্ষি ব্যাসরূপী কথাবাচকের পুজোর কথাই বলেছেন। একই দিনে গুরু পূর্ণিমা ও ব্যাস পূর্ণিমা হলেও উভয় উপলক্ষে পুজো ও সার্বিক উৎসব অনুষ্ঠানাদি একেবারে ভিন্ন।

Share
Published by
Sibsankar Bharati

Recent Posts