World

জেগে উঠল আগ্নেয়গিরি, লাভায় ঝলসে মৃত ২৫

Published by
News Desk

১৯৭৪ সালের পর গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরি গত ফেব্রুয়ারিতে একবার জেগে উঠেছিল। কিছুটা অগ্নুৎপাতও হয়। কিন্তু ওই পর্যন্ত। তারপর থেমে যায় লাভার স্রোত। শান্ত হয় ফুয়েগো। তার ঠিক ৩ মাস পর ফের জেগে উঠল ফুয়েগো। এবার তার রূপ ভয়ংকর।

গলগল করে জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসছে লাভার স্রোত। চারদিক ছেয়ে যাচ্ছে গরম ছাইয়ে। প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে বাতাসে উড়ে বেড়াচ্ছে ছাই। ঢেকে যাচ্ছে গাছপালা, রাস্তাঘাট।

এদিকে গলিত লাভার স্রোত আশপাশের জনবসতিগুলোকে পালাবার সময় দেয়নি। অনেকে বাড়ির মধ্যেই লাভার স্রোতে ঝলসে গেছেন। এখনও পর্যন্ত ২৫ জনের লাভার স্রোতে ঝলসে মৃত্যু হয়েছে।

গত রবিবার থেকে জেগে উঠেছে ফুয়েগো। আর জেগে উঠেই প্রবলভাবে লাভা উদ্গিরণ শুরু করেছে। বিভিন্ন জনবসতি থেকে যত দ্রুত সম্ভব মানুষজনকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যায় প্রশাসন। যেভাবে হোক মানুষকে বাঁচানোই এখন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনিক কর্তাদের।

এদিকে এভাবে লাভার স্রোতে মর্মান্তিক মৃত্যুকে সামনে রেখে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে সে দেশের সরকার। ফুয়েগোর চারপাশের বিমানবন্দরগুলি থেকে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।

Share
Published by
News Desk
Tags: Guatemala

Recent Posts