SciTech

সেনাকে সাহায্য করতে কৃত্রিম উপগ্রহ পাঠাল ভারত

Published by
News Desk

ভারতীয় সেনা, বিশেষত ভারতীয় বায়ুসেনার সাহায্যকারী কৃত্রিম উপগ্রহ জিস্যাট-৭এ বুধবার উড়ে গেল মহাকাশে। নির্দিষ্ট কক্ষপথে সফলভাবেই উপগ্রহটি প্রতিস্থাপিত হয়েছে। বুধবার বিকেল ৪টে ১০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি-এফ১১ রকেটে চড়ে মহাকাশে পাড়ি দেয় ২২৫০ কেজির এই কমিউনিকেশন স্যাটেলাইটটি। আগামী ৮ বছর ধরে সেটি কাজ করবে।

এই উপগ্রহটির মাধ্যমে ভারতীয় বায়ুসেনা আগামী দিনে তার বিভিন্ন গ্রাউন্ড রাডার সিস্টেমের সংযোগ সাধন করতে পারবে। এছাড়া বিভিন্ন এয়ার বেসগুলির সঙ্গেও সহজে যোগাযোগ রাখতে সমর্থ হবে বায়ুসেনা। আকাশ পথে আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ বিমানকে যোগাযোগ করতেও সক্ষম হবে। এছাড়াও ভারতীয় বায়ুসেনার মানববিহীন বিমান ও ড্রোনগুলিকেও নিয়ন্ত্রণ করবে এই উপগ্রহ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk