Entertainment

গোবিন্দার বিবাহবিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন তাঁর বোন

বলিউড তারকা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনিতার বিবাহবিচ্ছেদ নিয়ে সংবাদমাধ্যমে নানা চর্চা চলছে। এই বিষয়ে অবশেষে মুখ খুললেন গোবিন্দার বোন কামিনী খান্না।

Published by
News Desk

বলিউড তারকা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনিতার সম্পর্ক নিয়ে কখনও কোনও প্রশ্ন ওঠেনি। তবে এখন তাঁদের সেই সম্পর্কই শেষ হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে। তাঁদের বিবাহবিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। নানা মহলে তা নিয়ে চর্চার শেষ নেই।

এতদিন চুপ থাকার পর অবশেষে দাদা গোবিন্দা ও বৌদি সুনিতাকে নিয়ে মুখ খুললেন গোবিন্দার বোন কামিনী খান্না। সংবাদ সংস্থা আইএএনএস-কে তিনি জানিয়েছেন তাঁর বক্তব্য।

কামিনী খান্না জানিয়েছেন, তিনি খুব ব্যস্ত মানুষ। অন্যদিকে গোবিন্দা বা সুনিতাও খুবই ব্যস্ত থাকেন। তাই তাঁদের মধ্যে দেখা সাক্ষাৎ খুব কমই হয়। কথাও হয় খুব কম। তাঁর এবং সুনিতার বাবা মা ইহলোক ত্যাগ করেছেন। তাঁরা ২ জন ভাল বন্ধু এবং বাবা মা গত হওয়ায় তাঁরা একে অপরের অভিভাবকের মতও।

কামিনী খান্নার মতে, গোবিন্দা ও সুনিতার বিবাহবিচ্ছেদ নিয়ে তাঁর তেমন কিছু জানা নেই। তবে তিনি মনে করেন, বিবাহবিচ্ছেদ হোক বা না হোক তা গোবিন্দার পরিবারের একান্ত বিষয়। ব্যক্তিগত বিষয়। তা নিয়ে যেভাবে সংবাদমাধ্যমে নানা জল্পনা চলছে তা চলা উচিত নয়। ব্যক্তিগত পারিবারিক বিষয় পরিবারের মধ্যেই থাকা বাঞ্ছনীয়।

প্রসঙ্গত গোবিন্দা ও সুনিতা ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৮৮ সালে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। মেয়ে টিনা আসে তাঁদের সংসারে। পরে তাঁদের এক ছেলেও হয়। নাম যশোবর্ধন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk