SciTech

রবিবার মহাকাশে যাচ্ছেন এক ভারতীয়, রাকেশ শর্মার পর ইতিহাসের অপেক্ষা

দ্বিতীয় জন হিসাবে মহাকাশে চললেন এক ভারতীয়। রাকেশ শর্মার পর তিনিই হবেন দ্বিতীয় ভারতীয় নাগরিক যিনি মহাকাশে যাচ্ছেন। রবিবার যাত্রা।

Published by
News Desk

ভারতের মাথা গর্বে উঁচু করে ১৯৮৪ সালে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। রাশিয়ার সয়ুজ টি-১১ যানে চেপে মহাকাশে পাড়ি দেন তিনি। গড়েন এক অনন্য ইতিহাস। যে কথা এখনও পাঠ্যপুস্তকের পাতায় পড়ে কল্পনায় ভেসে যায় পড়ুয়াকুল।

১৯৮৪ সালের পর কেটে গেছে ৪০টি বছর। এরমধ্যে অনেক যান মহাকাশে পাঠালেও মানুষকে মহাকাশে পাঠাতে পারেনি ভারত। এবার সেই ৪০ বছরের খরা কাটতে চলেছে।

আগামী রবিবার ১৯ মে মহাকাশে পাড়ি দিতে চলেছেন আর এক ভারতীয় নাগরিক। অ্যামাজন কর্তা জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন ১৯ মে মহাকাশ ছুঁয়ে আসতে চলেছে। সেই যানে সওয়ার হচ্ছেন মোট ৬ জন।

এই ৬ জনের মধ্যে ১ জন ভারতীয় পাইলট ক্যাপ্টেন গোপীচন্দ থোটাকুরা। সব ঠিকঠাক থাকলে গোপীচন্দই হতে চলেছেন দ্বিতীয় ভারতীয় যিনি রাকেশ শর্মার পর মহাকাশ ছোঁয়ার সুযোগ পাবেন। অবশ্যই সেই সঙ্গে গড়ে ফেলবেন ইতিহাস।

প্রসঙ্গত ৩ ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা ১৯৯৭ সালে, সুনিতা উইলিয়ামস ২০০৬ সালে এবং রাজা চারী ২০২১ সালে মহাকাশে পাড়ি দেন। তবে তাঁরা নাসার সদস্য হিসাবে মহাকাশে পাড়ি দেন। ভারতীয় নাগরিক হিসাবে নয়।

ফলে ভারতীয় হিসাবে গোপীচন্দই রাকেশ শর্মার পর দ্বিতীয় জন হতে চলেছেন যিনি মহাকাশ ছুঁতে চললেন। পশ্চিম টেক্সাস থেকে ব্লু অরিজিনের যানটি উড়ে যাবে গোপীচন্দ সহ ৬ জনকে নিয়ে। যা অবশ্যই ভারতীয় হিসাবে সকলের কাছে অত্যন্ত গর্বের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts