Categories: World

সাবালক হল গুগল

Published by
News Desk

রংবেরঙের বেলুনের রকম ফের। তাও আবার অ্যানিমেশনে। আপাতত ২৭ সেপ্টেম্বর দিনভর গুগল খুললেই এই ডুডল নজর কাড়ছে বিশ্বের। যে কোনও বড় অনুষ্ঠান, প্রতিযোগিতা বা ঘটনাকে সামনে রেখে গুগলের ডুডল একটা অন্যতম আকর্ষণ। তাহলে খোদ নিজের জন্মদিনটা বাদ যায় কেন! তাও কিনা ১৮ বছর বয়স-এর উৎসব।‍ না, বাদ যায়নি। বরং প্রতিবারের মত এবারও তার ব্যবহারকারীদের সঙ্গে ডুডলের মাধ্যমে আনন্দ ভাগ করে নিয়েছে গুগল। যদিও গুগলের জন্মদিন পালনের দিনক্ষণ নিয়ে কিছুটা ধোঁয়াশার জন্ম দিয়েছে খোদ গুগলই। ১৯৯৮-এর ৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে এই সার্চ ইঞ্জিন। ২০০২-তে তার চতুর্থ জন্মদিন থেকেই ডুডলের মাধ্যমে জন্মদিন পালন করে আসছে গুগল। খতিয়ান বলছে ২০০৩ সালে গুগল জন্মদিন পালন করে ৮ সেপ্টেম্বর। ২০০৪ সালে সেই জন্মদিনই পাল্টে পালিত হয় ৭ সেপ্টেম্বর। ২০০৫-এ ফের বদলে যায় জন্মদিন। পালিত হয় ২৬ সেপ্টেম্বর। অবশেষে ২০০৬ থেকে ২৭ সেপ্টেম্বরকেই জন্মদিন হিসাবে পালন করে আসছে বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিনটি।

Share
Published by
News Desk