Sports

ভারতীয় ক্রিকেট তারকার জন্মবার্ষিকীতে গুগলের শ্রদ্ধার্ঘ্য

Published by
News Desk

দিলীপ নারায়ণ সরদেশাই। ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল তারকা। ভারতীয় টেস্ট ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। গোয়া থেকে তিনিই একমাত্র ব্যক্তি যিনি ভারতীয় দলে খেলার সুযোগ অর্জন করেছিলেন। সেই দিলীপ নারায়ণ সরদেশাইয়ের এদিন ৭৮ তম জন্মবার্ষিকী। এই দিনটিকে স্মরণ করে ভারতীয় এই ক্রিকেট তারকাকে শ্রদ্ধা জানাল গুগল। তাদের ডুডলের মাধ্যমে এদিন দিলীপ সরদেশাইকে শ্রদ্ধা জানায় বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন।

১৯৬১ সালের পয়লা ডিসেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দিয়ে ভারতীয় দলের হয় খেলা শুরু করেন তিনি। এরপর দীর্ঘ ১১ বছর টানা ভারতীয় টেস্ট দলের অন্যতম স্তম্ভ ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। স্পিনের বিরুদ্ধে খেলতে সিদ্ধহস্ত ছিলেন দিলীপ নারায়ণ। বোলিংও করতেন তিনি। এই অলরাউন্ডার ক্রিকেটার দেশের হয়ে তাঁর শেষ টেস্টও খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ১৯৭২ সালের ডিসেম্বরে। ২০০৭ সালে মারা যান দিলীপ নারায়ণ সরদেশাই। তাঁর পুত্র রাজদীপ সরদেশাইও দেশের এক স্বনামধন্য ব্যক্তিত্ব। তবে ক্রিকেটার হিসাবে নয়। দেশের প্রথমসারির সাংবাদিক হিসাবে রাজদীপ সরদেশাইয়ের নাম সকলের জানা।

Share
Published by
News Desk

Recent Posts