SciTech

রাস্তা চিনতে আপনার সাহায্য চাইছে গুগল

রাস্তা চিনতে এখনও গুগলের অনেক খামতি আছে। তাই তা পূরণ করতে আপনার সাহায্য চাইছে গুগল। চেনা গলি চিনিয়ে দিতে আপনার হাত ধরতে চাইছে গুগল।

Published by
News Desk

আপনার আশপাশের রাস্তাঘাট আপনার চেয়ে বেশি আর কেউ চেনে না। কেউ পথ হারালে বা ঠিকানা চিনতে না পারলে স্থানীয় কাউকে জিজ্ঞেস করে নেন সকলে। তাতে সঠিকভাবে পৌঁছে যেতে পারেন গন্তব্যে। এবার সেই স্থানীয় মানুষের চেনা অলিগলির খবর চাইছে খোদ গুগল।

গুগল জানাচ্ছে তাদের ম্যাপে এখনও অনেক রাস্তার ম্যাপ নেই। সেসব রাস্তা তাদের জানা নেই। সেসব রাস্তা জানাতে পারেন সেখানকার বাসিন্দারা।

গুগল তাদের রোড ম্যাপার-এর সাহায্যে আগেও রাস্তা চেনার চেষ্টা করেছে সাধারণ মানুষের কাছ থেকে। তবে রোড ম্যাপার-এ চাইলেই গিয়ে নিজের মত রাস্তা এঁকে নতুন রাস্তার হদিশ দেওয়া যায়না। এটা পুরোটাই আমন্ত্রণমূলক।

তবে গুগল এবার এই রোড ম্যাপার-এ আরও বেশি মানুষের অন্তর্ভুক্তি চাইছে। আরও বেশি করে মানুষ এতে এসে নতুন নতুন রাস্তার ম্যাপ দিন সেটাই চাইছে গুগল। যাতে তারা বিশ্বের সব প্রান্তের সব রাস্তাকে তাদের ম্যাপে যুক্ত করতে পারে।

তবে ম্যাপে নতুন রাস্তা যুক্ত করাটা একটু হলেও কঠিন। এক্ষেত্রে স্যাটেলাইট ছবির সঙ্গে তাল মিলিয়ে জ্যামিতিক ভাবে নতুন পথ আঁকতে হয়। এটা কিছুটা কঠিন হলেও বহু মানুষই এখন কম্পিউটারে এই কাজ করতে সক্ষম, পারদর্শী।

গুগল এই সমস্ত মানুষের কাছে দ্রুত নতুন সব রাস্তার খোঁজ চাইছে। সারা বিশ্বে যে প্রান্তই হোক, নতুন রাস্তা তাদের ম্যাপে যুক্ত করতে চাইছে গুগল। যাতে গুগল ম্যাপ সমৃদ্ধ হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts