SciTech

লিপ ইয়ারের বিশেষ দিনকে সামনে রেখে নতুন সাজে ডুডল

Published by
News Desk

২০২০ সাল লিপ ইয়ার। মানে বছরের একটা দিন বেশি। সেই অতিরিক্ত দিনটি প্রতিফলিত হয় ফেব্রুয়ারিতে। প্রতি ৪ বছরে একবার ফেব্রুয়ারিতে ১ দিন বেশি হয়। ২৯ তারিখটি যোগ হয় ক্যালেন্ডারে। আবার ৪ বছর পর ফেরত আসবে এই ২৯ ফেব্রুয়ারি দিনটি। এমন একটি বিরল দিনকে তাই আলাদা করে পালন করল গুগল ডুডল।

২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ। এর মাঝে ২০২০ সালে রয়েছে ২৯ ফেব্রুয়ারি। সেটাই তুলে ধরা হয়েছে ডুডলে। খুব জমকালো কিছু নয়। খুব সাধারণ একটি ডুডল। কিন্তু নজরকাড়া। সবুজ, গোলাপি আর হলুদ রঙের ব্যবহার হয়েছে এই ডুডলে। সার্চ ইঞ্জিন হিসাবে গুগল খুললেই নজর কাড়ছে এই ডুডল।

এই অতিরিক্ত দিনটি আসে সূর্যকে পৃথিবীর প্রদক্ষিণ সময়ের কারণে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর লাগে ৩৬৫ দিন ৬ ঘণ্টা। এই অতিরিক্ত ৬ ঘণ্টা বাদ দিয়েই বছরে ৩৬৫ দিন ধরা হয়। কিন্তু এই ৬ ঘণ্টা জমা হতে থাকে আলাদা করে। ৪ বছরে এই ৬ ঘণ্টা ৪ বার জমা হয়। ফলে তা দাঁড়ায় ২৪ ঘণ্টা। আর ২৪ ঘণ্টা মানে একটা দিন। তাই প্রতি ৪ বছরে ৪টি ৬ ঘণ্টা মিলিয়ে একটি অতিরিক্ত দিন যোগ হয়ে যায় ক্যালেন্ডারে।

Share
Published by
News Desk
Tags: Google

Recent Posts