National

গুগল ডুডলের বাঙালি বিজ্ঞানীকে কুর্নিশ

Published by
News Desk

শতবর্ষের জন্মদিবসে বাঙালি মহিলা বিজ্ঞানী অসীমা চট্টোপাধ্যায়কে সম্মান জানাল গুগল। গুগল তার ডুডলের মাধ্যমে এদিন কুর্নিশ জানায় দেশের অন্যতম সেরা এই বিজ্ঞানীকে। জৈবরসায়নের ওপর অসীমা চট্টোপাধ্যায়ের কাজ বিশেষভাবে সমাদৃত হয়। বিজ্ঞানের অনেক জটিল তত্ত্বের রহস্য উদ্ঘাটন করেন তিনি।

গাছগাছড়াতে যেসব অতি গুরুত্বপূর্ণ রাসায়নিক থাকে, সেগুলিকে কৃত্রিম উপায়ে তৈরি নিয়ে তিনি নিরলস কাজ করে গেছেন। স্কটিশচার্চ কলেজের ছাত্রী ছিলেন। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের মত মানুষের সান্নিধ্যে এসেছিলেন। একসময়ে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর সংস্পর্শেও থাকার সুযোগ পান। বিজ্ঞানে অবদানের জন্য ভারত সরকার তাঁকে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেয়।

Share
Published by
News Desk