SciTech

বড়দিনের রঙিন সাজে সাজল গুগল ডুডল

Published by
News Desk

বড়দিনে রঙিন সারা বিশ্ব। আনন্দ, উপহার, হুল্লোড় সব মিলিয়ে এক এলাহি আয়োজন। প্রভু যিশুর জন্মদিনটাকে সামনে রেখে প্রতি বছরই গোটা বিশ্ব মেতে ওঠে আনন্দ উৎসবে। বড়দিনের খুশি মিলেমিশে একাকার হয়ে যায় আসন্ন নতুন বছরের আগমনীতে। সেই আনন্দ উৎসবে সকলের সঙ্গে সামিল গুগলও। এদিন গুগল ডুডল সেজে উঠল বড়দিনের সাজে। গুগল লেখাটা সর্বদাই রংবাহারি। সেই রঙে এদিন যোগ হল আরও রঙ।

এদিন ডুডলের গুগলের এল সাজল ক্রিসমাস ট্রির সাজে। গুগল লেখার বিভিন্ন কোণা সেজে উঠল ২টি সবুজ পাতা সমেত ক্র্যানবেরি ফলে। তারধারে সাজানো ছিল মোজা। ইজিচেয়ারে আয়েশ করে দোল খাচ্ছে সান্টাবুড়ো। গাছের পাদদেশ থেকে আশপাশে ছড়িয়ে রয়েছে উপহারের বাক্স। রয়েছে স্লেজ গাড়ি, ক্রিসমাস ট্রিয়ের মাথায় ঝলমলে তারা। রাতভর দৌড়ে বিশ্রাম নিচ্ছে সান্টার ক্লান্ত বল্গা হরিণরা। একটা ক্লিকেই ডুডলের শুরু হচ্ছে নড়াচড়া। সব মিলিয়ে গুগলে প্রয়োজনীয় বিষয় সার্চ করার আগে কিছুক্ষণের জন্য সকলের চোখ এদিন আটকে যাচ্ছে ডুডলের রঙিন সাজে।

Share
Published by
News Desk
Tags: Google

Recent Posts