ফাইল : ক্রোম, ছবি - আইএএনএস
উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য গুগল বাজারে আনল তাদের আধুনিকতম ওয়েব ব্রাউজার ‘ক্রোম ৭১’। এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলেও বাজারে ছেয়ে যেতে এখনও বাকি বেশ কয়েকদিন। ক্রোম টিমের তরফে জানানো হয়েছে, এই ওয়েব ব্রাউজার অনেকগুলি নতুন বৈশিষ্ট্য সহ আসছে।
ক্রোম ৭১-এ গুগল যে ওয়েবসাইটগুলিকে অবমাননাকর বলে মনে করছে সেগুলিকে ফিল্টার করবে। ওয়েবসাইটে চলা বিজ্ঞাপনের বিরক্তিও ব্যবহারকারীদের জন্য কমাবে ক্রোম ৭১।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)