SciTech

আজ শিশু দিবস, উদযাপন করল গুগল ডুডল

Published by
News Desk

১৪ নভেম্বর দিনটি শিশু দিবস হিসাবে পালিত হয়। দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিনকে সামনে রেখে এই দিনটি পালিত হয়ে থাকে। নেহেরু চাচা নেহেরু নামে শিশুদের কাছে জনপ্রিয় ছিলেন। দিনটির উদযাপনে এদিন অনেক জায়গায় শিশুদের নিয়ে নানা অনুষ্ঠানের ঘনঘটা। তারমধ্যেই দিনটিকে উদযাপন করল গুগল ডুডল।

ডুডলের মধ্যে দিয়ে প্রায়শই বিভিন্ন দিন মাহাত্ম্যকে সকলের সামনে তুলে ধরে গুগল। অনেক বিস্মৃত মানুষের সফল কর্মজীবনকে তুলে ধরে তারা। অনেক সময়ে প্রাসঙ্গিক বিষয়ও গুরুত্ব পায়। তেমনই এদিন পেল। গুগলের সার্চ ইঞ্জিন খুললেই এদিন চোখে পড়ছে এক কিশোরী টেলিস্কোপে চোখ রেখে রাতের আকাশ দেখতে ব্যস্ত। অজানাকে জানার কৌতূহল এর মধ্যে দিয়ে ফুটে উঠেছে। রাতের আকাশ জুড়ে চাঁদ, তারার সমাহার। একটি রকেট উড়ে যাচ্ছে আকাশে। ওই কিশোরীর পাশে একটি তাঁবু খাটানো রয়েছে। সব মিলিয়ে শুধু বিষয় ভাবনাই নয়‌, দৃশ্যতও অতি সুন্দর এই ডুডল।

Share
Published by
News Desk
Tags: Google

Recent Posts