SciTech

ভারতের স্বাধীনতা দিবস পালন করল গুগল ডুডল

Published by
News Desk

মাঝে ২টি ময়ূর। একপাশে রয়্যাল বেঙ্গল টাইগার। অন্যপাশে শুঁড় উঁচিয়ে ভারতীয় হাতি। আর রয়েছে আম, পদ্ম, টলটলে জল আর নানা ফুলে সাজানো গোটা ছবিটা। অর্থাৎ দেশের জাতীয় ফুল, ফল, পশু একের পর এক জায়গা করে নিয়েছে ছোট আয়তক্ষেত্রাকার রঙিন জায়গায়। যেখানে রয়েছে রঙের খেলা আর তিরঙ্গার স্পর্শ। এদিন এভাবেই ভারতের ৭২ তম স্বাধীনতা দিবস উদযাপন করল সার্চ ইঞ্জিন গুগল।

রাত ১২টা পার হতেই বদলে যায় গুগলের ডুডল। ভেসে ওঠে ভারতের স্বাধীনতা দিবসকে মাথায় রেখে তাদের ডুডল। অনেকেই এই অপেক্ষায় থাকেন। গুগল তাদের ডুডল কেমন করল সেদিকে নজর থাকে সকলের। স্বভাবতই রাতেই অনেকে দেখে নেন কেমন হল এই ডুডল। অপূর্ব এই ডুডল থাকবে এদিন রাত ১২টা পর্যন্ত।

Share
Published by
News Desk

Recent Posts