National

৩০ জুন মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলে বর্ণাঢ্য জিএসটি লঞ্চ, থাকবেন রাষ্ট্রপতি

Published by
News Desk

পয়লা জুলাই থেকে সারা দেশ জুড়ে চালু হচ্ছে নয়া কর ব্যবস্থা জিএসটি। তার আগে ৩০ জুন মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলে হবে বর্ণাঢ্য অনুষ্ঠান। অনুষ্ঠানে রাষ্ট্রপতি থাকতে রাজি হয়েছেন বলে এদিন জানান অর্থমন্ত্রী অরুণ জেটলি। এছাড়া উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনও উপস্থিত থাকবেন। ঠিক লঞ্চের সময় পোডিয়ামে থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। একঘণ্টার এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি নিয়ে বক্তব্য রাখবেন। অরুণ জেটলি এদিন শিল্পপতি, ব্যবসায়ীদের আশ্বস্ত করে জিএসটি-কে একটি সহজ কর ব্যবস্থা হিসাবে দাবি করেন। যদিও তিনি স্বীকার করে নিয়েছেন প্রাথমিকভাবে বিষয়টি বুঝে ওঠাটা একটা চ্যালেঞ্জ হবে। তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

 

Share
Published by
News Desk

Recent Posts