Business

গয়নায় ৩, বিস্কুটে ১৮, বিড়িতে ২৮ শতাংশ জিএসটি, গয়না পাড়ায় খুশির হাওয়া

Published by
News Desk

আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে বসছে নয়া কর ব্যবস্থা জিএসটি বা গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। সেইমত কোন কোন পণ্য ও পরিষেবায় কত কর গুনতে হবে তা আগেই ঘোষণা করেছে জিএসটি কাউন্সিল। বাকি ছিল কয়েকটি পণ্য ও পরিষেবা। সেগুলি পরে বৈঠক করে ঠিক হবে বলে আগেই জানানো হয়েছিল। শনিবার সেগুলিও পরিস্কার করে দিল জিএসটি কাউন্সিল। সোনা, রুপো, পালিশ করা হিরে ও এদের দিয়ে তৈরি গয়না, এসবের ক্ষেত্রে ৩ শতাংশ জিএসটি লাগু করা হচ্ছে। এই ঘোষণায় কার্যতই গয়নার ব্যাপারীদের মুখে হাসি ফুটেছে। অনেক বেশি কর বসবে বলেই আশঙ্কা ছিল তাঁদের। কিন্তু তা হলনা। দেশে বহু মানুষ বিড়ি পান করেন। যারমধ্যে বিশাল সংখ্যক মানুষ অপেক্ষাকৃত দরিদ্রদের মধ্যে পড়েন। বিড়ি তৈরির সঙ্গেও বহু মানুষের রুজি জড়িয়ে আছে। এসব মাথায় রেখে বিড়ি তৈরির কেন্দুপাতার ওপর কর ১৮ শতাংশ ও বিড়ির ওপর সেসবিহীন ২৮ শতাংশ কর বেঁধে দিয়েছে সরকার। সিগারেটের ক্ষেত্রে ২৮ শতাংশ ছাড়াও সেস দিতে হবে গ্রাহককে। এছাড়া বিস্কুটে ১৮ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে। ৫০০ টাকার কম দামের জুতোর ওপর ৫ শতাংশ জিএসটি বসেছে। পাট ও সিল্ককে করের আওতার বাইরে রাখা হয়েছে।

 

Share
Published by
News Desk

Recent Posts