ফাইল : জিএসটি ভবন, ছবি - আইএএনএস
করোনা ভাইরাসের প্রকোপে গোটা ভারত আস্তে আস্তে গৃহবন্দি হয়ে পড়ছে। করোনা তাড়াতে এছাড়া উপায়ও নেই। করোনার শিকার একটু একটু করে বেড়ে চলেছে। এই অবস্থায় জিএসটি রিটার্নের ডেডলাইন বাড়িয়ে দিল অর্থমন্ত্রক। ফেব্রুয়ারির জিএসটিআর-৩বি ফর্ম পূরণ করে জমা দেওয়ার তারিখ ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে অর্থমন্ত্রক।
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস-এর তরফে জানানো হয়েছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে জিএসটিআর-৯ ফর্মে অ্যানুয়াল রিটার্ন এবং ২০১৮-১৯ অর্থবর্ষের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট জমা দেওয়ার তারিখ ৩১ মার্চ থেকে বর্ধিত করে ৩০ জুন করা হয়েছে। এছাড়া সরকার কম্পোজিশন স্কিম-এর ডিউ ডেট ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৭ এপ্রিল করেছে।
অনেক শিল্প প্রতিষ্ঠান ও চেম্বার অফ কমার্সের তরফে এই সময় বর্ধিত করার জন্য আবেদন করা হয়েছিল। করোনার জেরে পরিস্থিতি বিবেচনা করে ও শিল্প প্রতিষ্ঠানগুলির আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সকলেই। করোনার জেরে শিল্পক্ষেত্রের আর্থিক ক্ষতি যথেষ্টই হচ্ছে। এই সময়ে তাই জিএসটি রিটার্ন নিয়ে সরকারের পদক্ষেপে খুশি বাণিজ্যমহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা