Categories: Business

জিএসটি পাশে মরিয়া কেন্দ্র, বাড়তি ১ শতাংশ কর বাতিল

Published by
News Desk

জিএসটি বিলে শিল্পোন্নত রাজ্যগুলির জন্য ১ শতাংশ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হঠল কেন্দ্র। এটাকে মূলত কংগ্রেসের জয় হিসাবেই দেখছে রাজনৈতিক মহল। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূলও। কারণ এই একই দাবিতে সোচ্চার ছিল তারাও। জিএসটি চালু হলে রাজ্যগুলির যদি রাজস্বে ক্ষতি হয় তাহলে সেই ক্ষতি পুষিয়ে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংশোধনগুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ‌যেহেতু কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে তাই সেখানে স্বাভাবিকভাবেই হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। চলতি বাদল অধিবেশনেই জিএসটি বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র। সেই লক্ষ্যপূরণেই তারা বিরোধীদের দাবি মেনে নিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। চলতি সপ্তাহেই সংশোধিত জিএসটি বিল সংসদে পেশ করা হবে। প্রসঙ্গত আগামী ১২ অগাস্ট শেষ হচ্ছে সংসদের বাদল অধিবেশন।

Share
Published by
News Desk