Business

১৭৭টি পণ্যের ওপর কমল জিএসটির বোঝা

Published by
News Desk

চকোলেট, আফটারশেভ, সুগন্ধিসহ ১৭৭টি পণ্যের ওপর থেকে কমল করের বোঝা। গুয়াহাটিতে ২ দিন ব্যাপী জিএসটি কাউন্সিলের ২৩ তম বৈঠকে ছোট আকারের শিল্পের ওপর জিএসটির প্রভাব, ছোট ব্যবসায়ীদের ছাড় এবং সর্বাধিক খুচরো মূল্য সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়।

তাৎপর্যপূর্ণভাবে এই করছাড়ের সিদ্ধান্ত এমন সময়ে এল যখন দেশের ব্যবসায়ীরা, বিশেষ করে ছোট ব্যবসায়ীরা অভিযোগের আঙুল তুলছিলেন। তাঁদের দাবি ছিল, গত জুলাই থেকে লাগু হওয়া দেশব্যাপী এই নতুন কর তাঁদের ট্যাক্স এবং প্রশাসনিক বোঝা বৃদ্ধি করেছে। তবে রাজনৈতিক মহলের ধারণা, গুজরাটে ভোট যখন দরজায় কড়া নাড়ছে তখন জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Share
Published by
News Desk

Recent Posts