National

অভিনব প্রতিবাদ, অর্থমন্ত্রীকে স্যানিটারি ন্যাপকিন পাঠাল এসএফআই

Published by
News Desk

‘ব্লিড উইদাউট ফিয়ার, ব্লিড উইদাউট ট্যাক্স’। মহিলাদের স্যানিটারি ন্যাপকিনের ওপর লেখা এই দুটি লাইন। বলা ভাল প্রতিবাদের ভাষা। আর সেটাই ডাক মারফত পৌঁছে গেল খোদ অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে। প্রেরক বাম ছাত্র সংগঠন এসএফআই-এর কেরালা শাখা। জিএসটি-তে স্যানিটারি ন্যাপকিনের ওপর ১২ শতাংশ কর আরোপ করেছে কেন্দ্র। তারই প্রতিবাদে পথে নেমেছে এসএফআই।

কেরালা জুড়ে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের প্রতিবাদ চলছে। এদিন সেই প্রতিবাদেরই অঙ্গ হিসাবে এই অভিনব পন্থা বেছে নিয়েছে তারা। খোদ অর্থমন্ত্রীকেই ডাক মারফত স্যানিটারি ন্যাপকিন পাঠিয়েছে তারা। যে বস্তুটি একটি হাইজিন প্রোডাক্ট হিসাবেই পরিচিত। আপামর ভারতীয় নারীর প্রতি মাসের আবশ্যিক সঙ্গি। সেই বস্তুটির ওপর কর আরও কমানোর দাবি তুলেছে ছাত্রছাত্রীরা।

Share
Published by
News Desk