National

মধ্যরাতে ঘণ্টাধ্বনি, দেশে এখন একটাই কর ‘জিএসটি’

Published by
News Desk

সব জল্পনার অবসান। অবশেষে দেশ জুড়ে চালু হল অভিন্ন কর ব্যবস্থা গুডস এণ্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি। রাত ১২টায় ঘণ্টাধ্বনির মধ্যে দিয়ে জিএসটি লাগু হল সারা দেশে। সংসদের সেন্ট্রাল হলে তখন চাঁদের হাট। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তো ছিলেনই, সেইসঙ্গে বিজেপির সব মন্ত্রী সাংসদ উপস্থিত ছিলেন। ছিলেন বিরোধী বেশ কয়েকটি দলের সাংসদ, প্রতিনিধিরাও। তবে কংগ্রেস, তৃণমূল, বামেরা সহ কয়েকটি বিরোধী দল এই অনুষ্ঠান থেকে দূরত্ব শেষ পর্যন্ত বজায় রাখল।

এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে ভবিষ্যতে জিএসটির সুফলের কথাই প্রতিধ্বনিত হয়েছে। ৮০ মিনিটের ঝলমলে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে ফোকাস ছিল সকলের। এদিনের অনুষ্ঠানের পর দেশের কর ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এল। এখন দেখার তা কোন দিকে নিয়ে যায় ভারতকে।

Share
Published by
News Desk