Entertainment

গুড নিউজের জন্য বড় ধরনের ব্যাড নিউজ

Published by
News Desk

ইতিমধ্যেই অনেকের দেখা হয়ে গেছে গুড নিউজ। শুক্রবারই বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, করিনা কাপুর, কিয়ারা আডবাণীর এই সিনেমা। আর সেদিনই কোথায় বক্স অফিসের গুড নিউজ নিয়ে হৈচৈ করবেন নির্মাতারা, না পড়লেন অন্য সমস্যায়। সিনেমার বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছে একটি এনজিও। সিনেমার মুক্তিতেই স্টে চেয়েছিল তারা। আবেদনে‌ তেমনটাই ছিল। তবে হলে তো মুক্তি পেয়েই গেছে এই সিনেমা। ফলে আদালত কী নির্দেশ দেয় সেদিকে চেয়ে গুড নিউজ-এর নির্মাতারা।

কিন্তু কেন জনস্বার্থ মামলা? এই সিনেমায় দেখানো হয়েছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতিতে ২ দম্পতি সন্তান চান। কাকতালীয়ভাবে ২ দম্পতির পদবিই বাত্রা। তাঁরা একই ক্লিনিকে যান। সেখানে স্পার্ম দিয়ে দেন। কিন্তু সেই স্পার্ম অদলবদল হয়ে যায়। বাত্রা পদবির ফেরে এর স্পার্ম ওর স্ত্রীর গর্ভে চলে যায়। তা নিয়ে জটিলতা। আর সেই বিষয় চিন্তাতেই আপত্তি এনজিও–র। তারা মনে করছে ভুল বোঝানো হচ্ছে মানুষকে।

ওই এনজিও দাবি করেছে, এই সিনেমা দেখে অনেকে যাঁরা আইভিএফ পদ্ধতিতে সন্তান চান তাঁরা চিন্তায় পড়তে পারেন। তাঁদের মনে হতে পারে ক্লিনিকগুলিতে এমন সম্ভাবনা থাকে। ফলে ক্লিনিকগুলির ব্যবসা নষ্ট হতে পারে। মানুষের মনেও একটা সন্দেহ তৈরি হতে পারে। তাই এভাবে মানুষকে ভুল বোঝানোর জন্য সিনেমাটির প্রদর্শনে আদালত নিষেধাজ্ঞা জারি করুক, দাবি এনজিওটির। এখন সবই আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk