Business

ঘোষিত অর্থে কেনা সোনায় কর মকুব

Published by
News Desk

ঘোষিত অর্থে কেনা সোনার ওপর কর তুলে নিল কেন্দ্র। ফলে কোনও গ্রাহক তাঁর ঘোষিত অর্থে সোনা কিনলে তাঁকে সেজন্য কর গুনতে হবে না। বিয়ের মরসুমে সাধারণ মানুষের জন্য এই নিয়ম কিছুটা হলেও স্বস্তির কারণ হল বলেই মনে করা হচ্ছে। এমনকি কেন্দ্র জানিয়েছে, বাড়িতে রাখা সোনা বা লকারে রাখা সোনার ওপরও কর দিতে হবে না কাউকে।

ছেলে-মেয়ের বিয়েতে বহু মানুষকেই স্বর্ণালঙ্কারে মোটা টাকা খরচ করতে হয়। এখন সোনার অলঙ্কারেও কর উঠে যাওয়ায় তা কিছুটা সস্তায় কেনা সম্ভব হবে ভেবেই আশ্বস্ত বহু মানুষ। এমনকি ‌যাঁরা উপহার হিসাবে প্রিয়জনকে সোনা দিতে চাইছেন তাঁদেরও খরচের বোঝা এতে কিছুটা লাঘব হল।

Share
Published by
News Desk