Entertainment

সিক্ত শরীরে ঝর্নার জলে আগুন জ্বালালেন গিজেল

Published by
News Desk

১৯৮৫ সালে রূপোলী পর্দায় আত্মপ্রকাশ করেছিল রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা মইলি’। ছবিতে একটি গানের দৃশ্যে দুধ সাদা শাড়িতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা নায়িকা মন্দাকিনীর শরীরী বিভঙ্গ হৈচৈ ফেলে দিয়েছিল দেশের কোণায় কোণায়। যেখানে জলপ্রপাতের সামনে উপলখণ্ডে দাঁড়িয়ে নায়িকাকে গাইতে শোনা যায় ‘তুঝে বুলায়ে, ইয়ে মেরি বাঁহে’ গানটি। লতা মঙ্গেশকরের সেই সুরেলা গান ও ছবি তো সুপারহিট হয়েছিলই। গানের দৃশ্যে মন্দাকিনীর সর্পিল শরীরী আবেদন জখম করেছিল লক্ষ লক্ষ পুরুষ হৃদয়ে। মন্দাকিনীর অনুকরণে রূপোলী ঝর্ণার জলরাশিতে এবার সিক্ত হলেন গিজেল থকরাল। ‘মস্তিজাদে’, ‘ক্যায় কুল হ্যায় হাম ৩’-র মত বেশ কিছু সিনেমায় দেখা গিয়েছিল গিজেলকে। তারপর থেকে বি-টাউনের আনাচে-কানাচে সেভাবে খোঁজ মিলছিল না ২৭ বছরের এই মডেলের।

কিন্তু তিনি যে হারিয়ে যাননি তা প্রমাণ করে দিলেন ‘বিগ বস ৯’-এর প্রতিযোগিনী। সোশ্যাল মিডিয়ায় বাজ পড়ার মতই আছড়ে পড়ল গিজেলের ‘সেনসেশনাল’ উত্তাপ ঝরানো বিভঙ্গ। ঝর্ণার জলে ভেজা ধবধবে সাদা স্বচ্ছ শাড়িতে গিজেলের শরীরী বিভঙ্গ যেন মনে করিয়ে দিচ্ছে ৮০-র দশকের সেই তুফান তোলা মন্দাকিনীর কথাই। মন্দাকিনীকে উৎসর্গ করা গিজেলের ভেজা শরীরের সেই ছবি এখন কাঁপাচ্ছে নেট জগত।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk