Business

২০১৯-২০ অর্থবর্ষে ভারতের জন্য সুখবর শোনাল আইএমএফ

Published by
News Desk

২০১৯-২০ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে ৭.৫ শতাংশ। যা তাকে বিশ্বের সবচেয়ে দ্রুত বৃদ্ধির অর্থনৈতিক শক্তি হিসাবে তুলে ধরবে। এমনই জানালেন বিশ্ব অর্থ ভাণ্ডার বা আইএমএফ-এর সদ্য প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব পাওয়া গীতা গোপীনাথ। ভারতের এই অর্থনীতিবিদ এদিন ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে একথা জানান।

চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭.৩ শতাংশ হবে বলে মনে করছে আইএমএফ। যা ২০২০-২১ অর্থবর্ষে ৭.৭ শতাংশ ছোঁবে বলে পূর্বাভাস দিয়েছে তারা। রিপোর্টে বলা হয়েছে, জ্বালানির দাম হ্রাস, মুদ্রাস্ফীতির চাপ কমার মত বিষয়গুলি ভারতীয় অর্থনীতিকে ২০১৯ সাল থেকেই একটা উর্ধ্বগতি দিতে চলেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts