Categories: National

আরএসএস প্রসঙ্গে উত্তপ্ত সংসদ

Published by
News Desk

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসের তুলনা করায় কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ল। এদিন সকাল থেকেই সংসদে এনিয়ে কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি সাংসদরা।

এমন এক বক্তব্য পেশের জন্য গুলাম নবি আজাদকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানান তাঁরা। বিজেপি সাংসদদের হৈচৈতে সংসদের দুই কক্ষের অধিবেশনই ব্যাহত হয়। যদিও পরে গুলাম নবি আজাদ দাবি করেন তিনি কখনই আরএসএসের সঙ্গে আইসিসের তুলনা করেন নি। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।

এদিকে একটি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে তাঁদের তুলনা করায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আরএসএস। কংগ্রেস মেধাগতভাবে দেউলিয়া হয়ে গেছে বলে দাবি করেন আরএসএস মুখপাত্র জে নন্দ কুমার।

Share
Published by
News Desk