Categories: World

জার্মানিতে আত্মঘাতী বিস্ফোরণ, আহত ১২

Published by
News Desk

ফ্রান্সের পর এবার টার্গেট হয়ে গেছে জার্মানি। ট্রেনের কুড়ুল নিয়ে হামলা, শপিং মলে ঢুকে এলোপাথাড়ি গুলির পর এবার আনস্‌ব্যাচ শহরে একটি বাসস্ট্যান্ডের কাছে বিস্ফোরণ ঘটাল এক সিরিয় ‌যুবক। পুলিশ জানিয়েছে, বছর ২৭-এর ওই ‌যুবকের পিঠে বাঁধা ব্যাকপ্যাকে লোকানো ছিল বোমা। আনস্‌ব্যাচ শহরে একটি গানের উৎসব চলছে। সেই উৎসবে ঢোকার চেষ্টা করছিল সে। কিন্তু পুলিশের সন্দেহ হওয়ায় তার পথ আটকায় তারা। তখনই আচমকা পিঠে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয় সে। ঘটনার ১২ জন গুরুতর আহত হয়েছেন। দ্রুত প্রায় আড়াই হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে ‌যাওয়া হয়। গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি।

Share
Published by
News Desk