Sports

চলতি মাসেই জার্মানিতে শুরু হচ্ছে ফুটবল লিগ

বিশ্বজুড়ে করোনা উদ্বেগে সব ধরণের ক্রীড়া প্রতিযোগিতা স্তব্ধ। সেখানেই আশার আলো জাগিয়ে জার্মানির ফুটল লিগ শুরু হচ্ছে চলতি মাসে।

Published by
News Desk

ইউরোপের দেশগুলিকে বড় ধাক্কা দিয়েছে করোনা। এখনও মৃত্যু মিছিল অব্যাহত। ব্রিটেন, ইতালি, ফ্রান্স, স্পেন সবচেয়ে বেশি মৃত্যু মিছিল ও সংক্রমণের শিকার। জার্মানিও করোনার থাবার বাইরে নয়। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল অবশ্য জানিয়েছেন জার্মানিতে ক্রমশ শিথিল করা হবে লকডাউন বিধি। তিনি আরও জানিয়েছেন ইউরোপের ফুটবল লিগগুলির অন্যতম জার্মানির বুন্দেশলিগা শুরু হতে পারে চলতি মাসেই।

করোনা ছড়ানোর পর ইউরোপের সব ফুটবল লিগ বন্ধ। সেখানে এই প্যানডেমিকের মধ্যেই বুন্দেশলিগা হবে প্রথম এমন ফুটবল লিগ যা চালু হয়ে যাবে। জার্মান ফুটবল লিগ জানাতে চলেছে কবে থেকে এই লিগ ফের চালু হবে। তবে খেলা শুরু হলেও তা হবে শর্তসাপেক্ষে। কোনও দর্শক লিগ দেখতে আসতে পারবেননা স্টেডিয়ামে। বন্ধ দরজার পিছনেই হবে লিগের ম্যাচগুলি। সেইসঙ্গে ক্লাবগুলিকে বাড়তি দায়িত্বের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। কারণ তাদের যাবতীয় বিধিনিষেধ মেনে, স্বাস্থ্যবিধি মেনেই খেলা করাতে হবে।

জার্মান চ্যান্সেলর গত বুধবার আরও জানিয়েছেন, জার্মানিতে লকডাউন বিধি শিথিল করা হচ্ছে। স্বাভাবিক জীবন শুরু হবে। কিছু শর্ত থাকছে। সকলকে দেড় মিটারের সামাজিক দূরত্ব বিধি মানতে হবে। মাস্ক আবশ্যিক। পাশাপাশি আঙ্গেলা মের্কেল আরও জানিয়েছেন, যদি জার্মানির কোনও রাজ্যে এরপর ১ লক্ষ মানুষ পিছু ৫০ জন আক্রান্ত হচ্ছেন বলে দেখতে পাওয়া যায় তাহলে সেখানে ফের কঠোর নিয়ন্ত্রণবিধি লাগু করা হবে। জার্মানিতে এখনও পর্যন্ত ১ লক্ষ ৬৮ হাজার ১৬২ জন করোনা সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭ হাজার ২৭৫ জনের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts